মোঃ মাসুম বিল্লাল,স্টাফ রিপোর্টার যশোরঃ যশোরের মনিরামপুর উপজেলার কোনাকোলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মনিরামপুর এসি ল্যান্ড মোঃ রিয়াদ মাদ্দুম।
অবৈধ স্থাপনা উচ্ছেদের নেতৃত্বদানকারী কর্মকর্তা রিয়াদ মাদ্দুম জানান জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মনিরামপুর উপজেলার ২৩২ নং কোনাকোলা মৌজার ১ নং খতিয়ানের ২৫৬ নং দাগের তিনটি অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা সম্পন্ন করা হয়।
এ সময় শত শত জনতা কোনাকোলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ দেখার জন্য ভিড় করে। বিভিন্ন সুত্রে জানা যায় দীর্ঘ দিন যাবৎ সরকারি জমির উপর মালিকানাধীন ভাবে মোঃ রেজাউল গং পাকা দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছিল এ বিষয়ে রেজাউল গং বলেন আমাদের ডিসি আর কাঁটা সম্পত্তির উপর দিয়ে পাকা রাস্তা তৈরি হওয়ার কারনে রাস্তার বিপরীত পাশে থাকা ডিসি আর কাঁটা সম্পত্তির কিছু টা চলে যাওয়াই সেই জমির উপর আমরা দোকান ঘর নির্মাণ করি।
অনেক দিন যাবৎ সরকারি জায়গায় দোকান আছে বলে দাবি করেন রেজাউল গং স্থানীয় মানুষের কাছে জিজ্ঞাসা করলে জানা যায় ঐ জায়গা সরকারি খাসজমি।