নিজস্ব প্রতিবেদক যশোর : যশোরের বেনাপোল সীমান্তে ১৯৮ বোতল ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট ও আন্দুলিয়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সাপ্তাহিক জাগ্রত জনতাকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে বিকালে অভিযান চালিয়ে ১ লাখ ১৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, ১ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চাদরসহ বিভিন্ন প্রকার বস্ত্র ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। এছাড়াও এদিন পৃথক অভিযানে বেনাপোল কাস্টমস হাউজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, নামাজ গ্রাম হতে ১ লাখ ৫৫ হাজার ৬০ টাকা মূল্যের ভারতীয় পোশাক ও কসমেটিক্স সামগ্রী, আমড়াখালী জেলেপাড়া থেকে ১ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, চেকপোস্ট থেকে পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ১০ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী, হোমিও ঔষধ, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
সাইফুল্লাহ্ সিদ্দিকী সাপ্তাহিক জাগ্রত জনতাকে আরও জানান, আন্দুলিয়া বিওপির সদস্যরা আড়সিংড়ী গ্রামস্থ পুকুরপাড় হতে ১ জন আসামিসহ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ সোহাগ আলীকে গ্রেফতার করা হয়। সোহাগ টৌগাছার আমিনুর রহমানের ছেলে। শার্শার নাভারন সাতক্ষীরা মোড় একটি বাস তল্লাশি করে ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ১৪৮ বোতল ফেনসিডিল ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুজাহিদুল হোসেন সাতক্ষীরা আশাশনি এলাকার এনামুল সর্দারের ছেলে। শাহিনুর শেখ দেবহাটার শওকত আলী শেখের ছেলে।
আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং আসামিসহ মাদকদ্রব্য চৌগাছা ও শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।