অসীম রায়(অশ্বিনী) : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উলুমুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এবং শিক্ষকমন্ডলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেন এবং তাদেরকে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন(বাংলা অর্থসহ) উপহার দেন। এছাড়াও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী মুক্তিযুদ্ধের শহীদ বীরদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য পবিত্র গ্রন্থ আল কোরআন খতম করেন। পরিশেষে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার বৃন্দ এবং ছাত্র, শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।