বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতের সুইচ অন গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নয়ন চন্দ্র বর্মন(১০) নামের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর -২০২৪) দুপুর দেড়টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দলুয়া আশ্রমপাড়া গ্রামের ঘটনা ঘটে।
নিহত নয়ন চন্দ্র বর্মন দলুয়া আশ্রমপাড়া গ্রামের আকাশ চন্দ্র বর্মনের ছেলে। সে দক্ষিণ দলুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নয়ন স্কুল থেকে ফিরে অন্ধকার আচ্ছন্ন ঘরে বিদ্যুৎতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত।
এ সময় তার বাবার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই মো: জাহাঙ্গীর বাদশা রনিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-৬৮।
তিনি আরও জানান, মৃতের পরিবারের লোকজনের অভিযোগ দায়ের না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।