1. admin@weeklyjagrotojanata.com : admin :
বীরগঞ্জে পারিবারিক বিরোধে জামাই নিহত, হাসপাতালে শ্বশুর - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বীরগঞ্জে পারিবারিক বিরোধে জামাই নিহত, হাসপাতালে শ্বশুর

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ নিরসন নিয়ে শ্বশুওয়াহিদ র ও জামাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জামাই সর্ধেন শীল (৪৫) নিহত হয়েছে । এঘটনায় বিজয় শীল নামে শ্বশুর (৭৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (৬ নভেম্বর ) রাত ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের নাপিতপাড়ায় এ ঘটনা ঘটে। সর্ধেন শীল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেউধা গ্রামের গুরুদেব শীলের ছেলে। বীরগঞ্জ থানার এসআই আনসারুল একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে পরিবারের লোকজন পলাতক আছেন।

স্থানীয় লোকজন জানায়, পারিবারিক বিরোধের গত ২৫ দিন আগে সর্ধেন তার স্ত্রীকে পাশ্ববিক নির্যাতনে করেন। এঘটনায় শ্বশুর বিজয় শীল এর মেয়ে বাবার বাড়ীতে চলে আসে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সর্ধেন শীল তার শ্বশুর বাড়ীতে এসে দরজায় ডাক দেয়, শ্বশুর দরজা খুললে সর্ধেন শীল এর হাতে থাকা বটি ও হাসুয়া দিয়ে শ্বশুরকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। তাকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল পরে উন্নতর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। জামাই সর্ধেন শীলকে এলাকার লোকজন আটক করে তার হাতে থাকা বটি ও হাসুয়া কেড়ে নিতে তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর আহত হয় সর্ধেন শীল। পরে তাকে তাৎক্ষনিক চিকিৎসার জন্য মাইক্রোবাস যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর