1. admin@weeklyjagrotojanata.com : admin :
বড়দিন উদ্‌যাপন উপলক্ষ্যে  মতবিনিময় - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বড়দিন উদ্‌যাপন উপলক্ষ্যে  মতবিনিময়

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) :“খ্রিষ্টান ধর্মের বড়দিন উদ্‌যাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর বুধবার খ্রিষ্টান ধর্মের বড়দিন উদ্‌যাপন উপলক্ষ্যে সদর থানাধীন খ্রিষ্টান ধর্মের প্রতিনিধি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ির ইনচার্জগণ ও খ্রিষ্টান ধর্মের স্থানীয় প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রতিনিধিদের বক্তব্য এবং মতামত মনোযোগ সহকারে শুনেন। পুলিশ সুপার প্রতিনিধিদের আলোচনার প্রেক্ষিতে বলেন-  আনন্দঘন ও উৎসবের সাথে বড়দিন পালন করার জন্য বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা গ্রহণ করেছে। পুলিশ সুপার আরো বলেন প্রত্যেক গির্জায় স্বেচ্ছাসেবক রাখতে হবে এবং তাদের সাথে আইডিকার্ড রাখতে হবে। সার্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ গির্জা এবং অনুষ্ঠান সমূহে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।

জরুরি সেবা পেতে- জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং বান্দরবান পার্বত্য জেলার কন্ট্রোল রুম ০১৩২০-১১০৮৯৮ ও থানার অফিসার ইনচার্জের নাম্বারে যোগাযোগ করতে হবে।

উক্ত মতবিনিময় সভায় -হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ফরহাদ সরদার, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), সদর থানার অফিসার ইনচার্জ সহ বান্দরবান জেলার ঊর্ধ্বতন অফিসারগণ  ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর