অসীম রায় (অশ্বিনী)বান্দরবান : পুলিশের সংস্কার কেউ চায় না, পুলিশকে সবাই ব্যবহার করেছে। সরকারি দল বিরোধী দল যারাই যেভাবে পেরেছে পুলিশকে ব্যবহার করেছে।
যে কারণেই এখন পুলিশ নিজেই নিজেদের সংস্কার চাচ্ছে। বান্দরবানে সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা করতে এসে এমন মন্তব্য করলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবিব পলাশ বলেছেন, পুলিশের অনেক দুর্বলতা ও সীমাবদ্ধতা আছে।
চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় বান্দরবান পার্বত্য জেলায় আগমন উপলক্ষ্যে পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বান্দরবান পার্বত্য জেলা।
প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন এবং ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
৯ ই ডিসেম্বর সোমবার বান্দরবান পুলিশ লাইনে সুধীজনের সাথে আইন-শৃঙ্খলা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বান্দরবানের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির মাওলানা আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ রেজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি অনেকটা আবেগে আপ্লুত হয়ে বলেন, আপনারা কেউ কি কোনোদিন পুলিশের সংস্কার চেয়েছেন। না মতবিনিময় সভায়, না টকশোতে, না রাজনৈতিক সভায়, না কোনো সমাবেশে। শুধু আমরা পুলিশকে ব্যবহারই করেছি। পুলিশ শুধু ব্যবহৃত হয়েছে। পুলিশে কোনো সংস্কার হয়নি।
আমরা তো এমন পুলিশ কখনো চাইনি। কেউ কি আমাদের কথা কখনো শুনেছে। আর এখন পুলিশকেই পুলিশের সংস্কার করতে হচ্ছে। কারণ আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণকে নিয়ে কাজ করতে চাই। জনগণই পুলিশের প্রকৃত বন্ধু। পুলিশকে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
সমাবেশে ডিআইজি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশের কর্মদক্ষতা বাড়াতে সাধারণ জনগণের সহায়তা চেয়েছেন।
সভায় স্থানীয়রা বান্দরবানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দু’দিনের সফরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বান্দরবান সফরে আসেন। তিনি বান্দরবানের পুলিশের বিভিন্ন স্থাপনা ও ক্যাম্প পরিদর্শন করেন।