1. admin@weeklyjagrotojanata.com : admin :
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নির্মাণাধীন ভবন থেকে ইট মাথায় পড়ে তাওসিফ মাহির (২২) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নীলক্ষেত ও পলাশীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহিরের সহপাঠীরা জানান, রিকশায় করে নীলক্ষেত থেকে পলাশীর দিকে যাওয়ার পথে তার মাথায় নির্মাণাধীন ২০তলা ভবন থেকে ইটের টুকরা পড়ে তিনি আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

মাহির বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন কাজী নজরুল ইসলাম হলে। তার বাড়ি চট্টগ্রামে।

অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা ওই নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রেখেছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর