স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার উত্তরাতে পপি সুলতানা নামে এক নারীর অভিনব কায়দায় প্রতারণা অভিযোগ পাওয়া গেছে। পপি সুলতানা (২৬) নড়াইল জেলার সদর থানাধীন মাছিমদিয়া গ্রামের মোঃ মিজানুর রহমানের মেয়ে।
পপি সুলতানা দীর্ঘদিন রাজধানী ঢাকার উত্তরাতে বসবাস করে আসছে। তার সুন্দর চেহারা দেখিয়ে মানুষকে বষে এনে প্রতারণা করে বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে ঢাকা সি এম এম কোর্টে একটি প্রতারণার মামলাও রয়েছে।
এ বিষয়ে একজন ভূক্তভোগী নাম না প্রকাশ করার শর্তে জানান পপি সুলতানার সুন্দর চেহারার আড়ালে রয়েছে এক ভয়ংকর রুপ। তিনি মানুষকে অল্প সময়ের মধ্যে কাছে টেনে নিয়ে তার সর্বোস্ব লুটে লাপাত্তা হয়ে যায়। তাকে কেউ কিছু বলতে গেলে তাকে বিভিন্ন মামলা দেওয়ার উল্টো ভয় দেখাই।
সে বিভিন্ন সময় বিভিন্ন ঠিকানায় বসবাস করে কিন্তু কাউকে সেই ঠিকানা জানতে দেয় না, আর কেউ যদি ঠিকানা জেনে যায় তাহলে সাথে সাথেই বাসা পরিবর্তন করে ফেলে। পপি সুলতানার সকল কাজে সহযোগিতা করে তার মা আছিয়া বেগম। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
পপি সুলতানা একাধিক মোবাইলের সিম ব্যবহার করে একটা সিম দিয়ে মিশন শেষ হলেই সিমটি বন্ধ করে ফেলে। এ বিষয়ে পপি সুলতানার মোবাইল নম্বরে একাধিক বার যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভূক্তভোগীদের অভিযোগ পপি সুলতানা ও তার মাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছি আগামী পর্বে