কাজী স্বাধীন স্টাফ রিপোটার:নওগাঁর মান্দায় বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর রফিক (১০) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে মান্দা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত রফিক মহাদেবপুর উপজেলার চকরাজা সরস্বতীপুর গ্রামের আবু বক্করের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, আজ দুপুরে মহাদেবপুর উপজেলার লক্ষীরামপুর এলাকায় আত্রাই নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে নদীতে নামে রফিক। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রফিক লক্ষীরামপুর এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করতেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।