কাজী স্বাধীন স্টাফ রিপোটার : নওগাঁয় খরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে চালক ও সহকারী নিহত হয়েছে।
০৩ নভেম্বর ( মঙ্গলবার) ভোর পাঁচটার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ট্রাক চালকের নাম সুমন আলী। তার বাড়ি গাইবান্ধা জেলায়। আর সহকারীর পরিচয় জানা যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী খরবাহী একটি ট্রাক রানিপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি হাসমত আলী।