কাজী স্বাধীন ” স্টাফ রিপোটার : জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ও চকএনায়েত যুবক সমিতির সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই শামীম আহাম্মেদ সকল কে কাঁদিয়ে গত কাল রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন।
মরহুমের নামাজের জানাযা অদ্য শনিবার সকাল ১১ টায় নওগাঁ নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হয়। আপনারা সবায় তার জন্য দোয়া করবেন তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা একজন ভালো মানের নেতা হারালাম যা কখনও পুরনিয় নয় নওগাঁ জেলা জাতীয়তাবাদী ( বিএনপি) র খুব ভালো মানের নেতা ও সংগঠক ছিলেন।
উনার পিতা নওগাঁ চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন উনারা তিন ভাই এক বোন, বোন দেশের বাহিরে আমেরিকায় সেটেল তার পরিবার একটা শিক্ষিত পরিবার। তার সাথে আমার স্কুল জীবন থেকে চলাফিরা তার ছোট ভাই বিদ্যুৎ আমার বাল্য বন্ধু সেই সু বাদে তার সঙ্গে চলাফেরা সহ অনেক স্মৃতি রয়েছে। মহান আল্লাহ পাক উনাকে বেহেস্ত নসিব করুন আমিন।
কাজী স্বাধীন সহ- সভাপতি নওগাঁ জেলা টেলিভিশন, প্রিন্ট, অনলাইন, জার্নালিস্ট, অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি শোকাহত পরিবারকে শোক সামলে ওঠার তৌফিক দান করুন।