অসীম রায় (অশ্বিনী):রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৩০ বৌদ্ধ বিহারে বুদ্ধ প্রতিবিম্ব বিতরণ করা হয়।
১৯ শে ডিসেম্বর রাঙামাটির কাউখালী ঘাগড়ায় তথাগত বুদ্ধ বিহারে এসব বুদ্ধ প্রতিবিম্ব বিতরণ করা হয়েছে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন উপজেলার ৩০ বৌদ্ধ বিহারে ৩০টি বুদ্ধ প্রতিবিম্ব বিতরণ করা হয়েছে। থাইল্যান্ডের ধার্মিক উপাসক-উপাসিকারা এসব বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন। থাইল্যান্ডে অবস্থানরত ভদন্ত সুগত প্রিয় থের এর ব্যবস্হাপনায় এসব বুদ্ধ প্রতিবিম্ব বাংলাদেশে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন তথাগত বুদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সম্বোধি ভিক্ষু ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদস্য লুৎফুন্নেসা বেগম, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব প্রমূখ।