1. admin@weeklyjagrotojanata.com : admin :
খুলনার সোনাডাঙ্গায় মশার কয়েল থেকে বাসে আগুন, হেলপারের মৃত্যু - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

খুলনার সোনাডাঙ্গায় মশার কয়েল থেকে বাসে আগুন, হেলপারের মৃত্যু

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসটিতে আগুন লাগে।

সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসটিতে আগুন লাগে।
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং শরিফুল নামের এক সহকারীর মৃত্যু হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড হয়। শরিফুল বাসের ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শরিফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়।

সোনাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল হাই জানান, রাত দেড়টার দিকে বাসটিতে আগুনের সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের পর বাসটিতে একটি মরদেহ পাওয়া যায়। মরদেহটি বাসের হেলপার শরীফের। শরীফ বাসের ভেতর মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত। এ ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর