অসীম রায় (অশ্বিনী) : এই ঘোর রক্ত গোধূলীতে দাঁড়িয়ে/ আমি অভিশাপ দিচ্ছি তাদের/ যারা আমার কলিজায় সেঁটে দিয়েছে। একখানা ভয়ানক কৃষ্ণপক্ষ/… কিংবা ‘একঝাঁক ঝাঁ ঝাঁ বুলেট তাদের বক্ষ বিদীর্ণ করুক/ এমন সহজ শাস্তি আমি কামনা করি না তাদের জন্য…”।
দেশের প্রধান কবি প্রয়াত শামসুর রাহমান তাঁর কবিতায় এভাবেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হন্তারক স্বাধীনতাবিরোধীদের শাস্তি কামনা করেছেন।
আজ চৌদ্দই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের,নিধনের মর্মন্তুদ স্মৃতিঘেরা এক দিন। বাঙালির মেধা-মনন-মনিষা শক্তি হারানোর দিন আজ। ইতিহাসের পাতায়।
কালো আখরে উৎকীর্ণ বেদনাবিধূর কালবেলা। পথে পথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল বাঙালির কণ্ঠে।
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান- সভাপতিত্বে,উপস্থিতি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।