1. admin@weeklyjagrotojanata.com : admin :
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস  - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) : প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্য সামনে রেখে    বান্দরবানে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলার শুভ  উদ্বোধন করেন -জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন-  এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

১৮ ই ডিসেম্বর  বুধবার বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণকেন্দ্র কর্তৃক আয়োজিত  আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে – জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সভাপতিত্ব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলার পুলিশ সুপার  মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ।

র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার বক্তব্যে বলেন প্রবাসীরা বাংলাদেশের জাতীয় সম্পদ। পৃথিবীর ১৭০ এরও বেশী  দেশে বাংলাদেশের জনগণ বসবাস করেন এবং তাদের পাঠানো রেমিটেন্স এ-দেশের  অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এ-দেশের প্রচুর সংখ্যক যুব সম্প্রদায় আছে যাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। এ-দেশের বিশাল সংখ্যক যুব সম্প্রদায় এখনো বেকারত্বের মধ্যে আছে এবং আমাদের সকলকেই ভাবতে হবে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য।

স্বচ্ছতার সাথে রিক্রুটিং এজেন্সি সমূহকে কাজ করতে বাধ্য করতে হবে যাতে কেউ হয়রানি ও প্রতারণার স্বীকার না হয়। বিদেশে গমনকারীদের বৈধ পাসপোর্ট; বৈধ ভিসা; ওয়ার্ক পারমিট বিষয়ে শতভাগ স্বচ্ছতা আনতে হবে।

এছাড়াও বিদেশ গমনকারীরা দেশীয় ও বিদেশি দালালচক্রের দ্বারা প্রতারিত না হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ এবং দালালচক্র প্রতিরোধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ সুপার আরো বলেন প্রবাসীদের বিশেষ সুবিধা প্রদান করতে হবে যাতে তারা আরো বেশি করে এ-দেশে বৈদেশিক রেমিট্যান্স পাঠাতে পারেন প্রয়োজনে রেমিট্যান্সের অর্থ সরকারি ব্যাংকে জমা রাখলে ওয়েজ আর্নার বন্ডের মুনাফা বৃদ্ধি করা।

এছাড়াও দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিগত ও কারিগরি প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। মূল্যায়ন পদ্ধতি অবশ্যই প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছতার ভিত্তিতে হতে হবে। পরিশেষে যে সকল দেশের দক্ষ জনবলের চাহিদা রয়েছে সে ক্ষেত্রে প্রশিক্ষণের পাশাপাশি  সেই  সকল দেশের ভাষা, সংস্কৃতি এবং জনগণের আচার-আচরণের উপর স্বচ্ছ ধারণা থাকতে হবে।

উক্ত আলোচনা সভায় বান্দরবান জেলার প্রতিষ্ঠানের অধ্যক্ষ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ ও বিপুলসংখ্যক যুবসমাজের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বান্দরবান “” 01820030466

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর