1. admin@weeklyjagrotojanata.com : admin :
নড়াইলের গোবরা ১০ শিক্ষকের কলেজে শিক্ষার্থী এক তাতেই শতভাগ পাসের সাফল্য - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নড়াইলের গোবরা ১০ শিক্ষকের কলেজে শিক্ষার্থী এক তাতেই শতভাগ পাসের সাফল্য

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নড়াইল প্রতিনিধি : চলতি বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাসের তালিকায় নাম এসেছে নড়াইলের গোবরা মহিলা কলেজের। তবে কলেজটিতে পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। আর কলেজটিতে শিক্ষক রয়েছেন ১০ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার। যশোর বোর্ডে এবার শতভাগ পাসের তালিকায় গোবরা মহিলা কলেজের নাম এলেও প্রতিষ্ঠানটি বিগত দুইবার শতভাগ অকৃতকার্যের তালিকায় ছিল।

নড়াইলের গোবরা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. রবিউল ইসলাম প্রতিষ্ঠানটির শতভাগ পাসের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, ‘২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে পাস করেছেন। টেস্টে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রতিষ্ঠানটিতে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ২০ জন শিক্ষার্থী আছেন। নন এমপিওভুক্ত আমাদের কলেজে ১০ জন শিক্ষক ও একজন অফিস সহকারী কর্মরত আছেন।’

অধ্যক্ষ আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২২ এবং ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ২ জন করে পরীক্ষার্থী অংশ নিয়ে পাসের হার শূন্য ছিল। আগামীতে আরও ভাল করার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি।’

নড়াইল জেলা প্রশাসন সূত্রের তথ্যমতে, যশোর শিক্ষা বোর্ড ঘোষিত ফলাফলে ২০২৪ সালে নড়াইল জেলার মোট ৩৯টি কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজের ৬ হাজার ৩৭৮ জন অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ৩০২ জন শিক্ষার্থী। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পরীক্ষার্থী ছিলেন ৮৫৭ জন, যা জেলায় সর্বোচ্চ। অন্যদিকে সবচেয়ে কম শিক্ষার্থী ছিলেন গোবরা মহিলা কলেজের, মাত্র ১ জন

আরও জানা যায়, নড়াইল জেলায় গোবরা মহিলা কলেজে ১ জন, বরাশুলা শিশু সদন ক্যাডেট আলিম মাদ্রাসায় ২০ জন, এস এম সুলতান আর্ট কলেজে ২৯ জন, এস. এইচ.বি. আর আলিম মাদ্রাসায় ৩৩ জন, টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২১ জন, লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় ৩৩ জন করে পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার সংবাদ সম্মেলনে বলেন, নড়াইলের গোবরা মহিলা কলেজ বিগত বছরে শূন্য পাসের তালিকায় ছিল। এবার আমরা বিশেষ নজরদারিতে রেখেছিলাম কলেজটিকে। একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে কলেজটি শতভাগ পাসের তালিকায় এসেছে। কলেজটি পরবর্তীতে যাতে আরও ভালো ফলাফল করতে পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর