ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা থেকে প্রকাশিত ‘স্বাধীন কন্ঠ’ অনলাইন পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও পৃষ্ঠপোষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭অক্টোবর রাণীশংকৈল প্রেসক্লাবে কেক কেটে স্বাধীন কন্ঠ অনলাইন পত্রিকার তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা ক্রেস্ট প্রদানের অনুষ্ঠানে, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে, আজকের পত্রিকার সংবাদকর্মী খুরশিদ শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন লেখক কলামিস্ট ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন,পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাহেরুল ইসলাম তামীম,নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক একে আজাদ,
সাংবাদিক জিয়াউর রহমান জিয়া,বিজয় রায়,আনোয়ার হোসেন আকাশ, আব্দুল্লাহ আল নোমান। বক্তারা পত্রিকার প্রচার, প্রসার ও উন্নয়নে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় স্বাধীন কন্ঠ অনলাইন পত্রিকার পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা আহম্মেদ হোসেন বিপ্লব, সম্পাদক ও প্রকাশ তাহেরুল ইসলাম তামিম, নির্বাহী সম্পাদক এ কে আজাদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক খালিদ মাহমুদ সুজন, সাংবাদিক মেহেদী হাসান ও গণ্যমান্য ব্যক্তি গণ।