মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও সহোযুগী সংগঠনের উদ্যােগে আজ সকালে টঙ্গীতে বিজয় রেলী অনুষ্ঠিত হয়েছে, টঙ্গীর বেক্সিমকো রোড হইতে বিজয় মিছিল টি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী কলেজ গেট গিয়ে শেষ হয়।
পরে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ এর আয়োজনে তার নিজ বাড়ীতে আলোচনা সভা ও ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু,গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক এ.জি.এস সাজেদুল ইসলাম।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারকে মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন প্রভাষক বশির উদ্দিন আহমেদ ও রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
আরো উপস্থিত ছিলেন সাবেক টঙ্গী সরকারি কলেজের জি এস জিয়াউল হাসান স্বপন, টঙ্গী থানা বিএনপির অন্যতম নেতা আব্দুর রহিম খান কালা,টঙ্গী পশ্চিম থানা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক রাতুল ভুইয়া,টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক প্রত্যয় বেপারি সহ বিএনপি ও সহোযুগী সংগঠনের নেতা-কর্মী।
আলোচনা সভা শেষে বিজয়ের আনন্দকে ধরে রাখতে নারী নেত্রী ও পুরুষদের মাঝে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে ক্রিড়া বিজয়ীদের পুরুস্কিত করা হয় এবং মধ্যান্ন ভোজ এর আয়োজন করা হয়।