অসীম রায় (অশ্বিনী): ১২ ই ডিসেম্বর বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, পাহাড়ি, বাঙালিসহ বিভিন্ন পেশার লোকজন, ছাত্র সমাজ এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ।
উপস্থিত অনেকেই আলোচনায় সভায় রোয়াংছড়ি থানায় এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং ট্যুরিজম শিল্প বিকাশে সুচিন্তিত মতামত প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন রোয়াংছড়ি থানাসহ সমগ্র বান্দরবান পার্বত্য জেলার আইন -শৃঙ্খলা রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন এই জেলায় কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। নিজেদের মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব, সংঘাত ও বিভেদ সৃষ্টি না হয় এই বিষয়ে সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সমগ্র বান্দরবান জেলায় সকলের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য সকলের নিঃস্বার্থ সহযোগিতা প্রত্যাশা করেন। কারণ বান্দরবান পার্বত্য জেলায় শান্তি বজায় থাকলে এই এলাকায় ট্যুরিজম শিল্পের বিকাশ হবে এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাবে।
উক্ত মতবিনিময় সভায় রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।