মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার কোনাকোলা বাজারের ব্যবসায়ী (বইরিং মিস্ত্রী) মোঃ জহুরুল ইসলাম (৫০) নামের ব্যাক্তি কে (১১ই ডিসেম্বর) রাতে কে বা কারা গলা কে কেটে খুন করে।
ঘটনা স্থলে পৌঁছলে জানা যায় মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ খোরশেদ গাজীর ছেলে মোঃ জহুরুল ইসলাম এবং ঘটনা টি ঘটে দূর্বাডাঙ্গা বাজারের উত্তর দিকে একটু সামনে ফাঁকা মাঠের মেইনরোডের পার্শ্বে, ঘটনার দিন রাতে (১০ ই ডিসেম্বর) রাতে নিজ গ্রামের পাশে সৈয়দ মাহমুদপুর হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন মোঃ জহুরুল ইসলাম এবং তার বড় ভাই বলেন আমার মেঝো ভাই এর কাছে কেও ফোন দেয় জহুরুল ইসলামের সাথে থাকা লোকজনদের বলে আমাকে কোনাকোলা বাজারে দোকান থেকে আমি একটু ঘুরে আসি। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল যোগে মাহফিল থেকে চলে যায় আনুমানিক রাত ৯.০০ টার দিকে কোনাকোলা বাজারে দোকানের উদ্দেশ্যে তারপর ভোররাতে খুনের ঘটনাটি জানতে পারে পথচারীরা।
খুনের ঘটনাটি নিয়ে মনিরামপুর থানার পুলিশ কর্মকর্তা বাশার ও নূর মোহাম্মদ ময়না তদন্তের জন্য পোসমোর্টাম করার উদ্দেশ্যে নিয়ে যায় মনিরামপুর থানায় এবং জহুরুল ইসলামের বড় ভাই মোঃ নজরুল ইসলাম বলেন আমার মেঝো ভাই কে যারা হত্যা বা খুন করেছে সেইটা তদন্ত করার জন্য আইনের ব্যবস্থা নেওয়া হোক। এবং মনিরামপুর থানার পুলিশ কর্মকর্তা নজরুল কে বলেন আমরা বিষয় টি তদন্ত করে দেখবো।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে জানা যায় খুনের ঘটনাটি ঘটে অন্য জায়গায় কিন্তু লাশটি ফেলে রেখে যায় দূর্বাডাঙ্গা বাজারের উত্তর পাশে ফাকা মাঠের মেইনরোডের পার্শ্বে।