1. admin@weeklyjagrotojanata.com : admin :
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ উত্তরা বিএনএস টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুনের পরিবার। হামলায় গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো মামুনের পরিবার অভিযোগ করেছে, মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত অপপ্রচার এবং হুমকি দেওয়া হচ্ছে।

রবিবার বিকেল ৩:৩০ মিনিটে টঙ্গীর চেরাগআলী ফ্রেন্ডস এন্ড চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ আগস্টের ওই আন্দোলনে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে মামুনের চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের ভাষ্য, মামুন হয়তো বেঁচে ফিরবে, কিন্তু পৃথিবীর আলো আর কোনোদিন দেখতে

পারবে না। হামলায় জড়িতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হলেও মামলায় একজন কিশোর আসামীর নাম উল্লেখ করায় আসামিপক্ষ মামলাকে মিথ্যা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। বাদীপক্ষের দাবি, ওই কিশোরসহ একাধিক আসামীর বিরুদ্ধে সাক্ষ্য- প্রমাণ রয়েছে। তবে আসামিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মামলা দুর্বল করার চেষ্টা করছে।

পরিবার আরও জানায়, মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপপ্রচারের মূল হোতা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ এবং গাজীপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আলাউদ্দিন মিয়া। তাঁরা অবিলম্বে আলাউদ্দিন মিয়া এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবি জানান। ভুক্তভোগী ছাত্রের বাবা বলেন, আমার ছেলের জীবন ধ্বংস হয়েছে। অথচ হামলাকারীরা পরিকল্পিতভাবে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার

চেষ্টা করছে। আমরা ন্যায়বিচার চাই। চ পরিবার ও আন্দোলনকারীরা সকল দোষীদের দ্রুত গ্রেফতার এবং মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর