1. admin@weeklyjagrotojanata.com : admin :
নওগাঁয় পরিত্যক্ত নলকুপের বোরিং থেকে যুবকের মরদেহ উদ্ধার - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নওগাঁয় পরিত্যক্ত নলকুপের বোরিং থেকে যুবকের মরদেহ উদ্ধার

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

কাজী স্বাধীন ” স্টাফ রিপোটার : নওগাঁর নিয়ামতপুরে গভীর নলকুপের পরিত্যক্ত বোরিং(গর্ত) এ অসাবধানতা বসত পা পিছলে পড়ে মারা যান সেলিম রেজা (২৮) নামে যুবক। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। নিহত সেলিম রেজা পাশের মান্দা উপজেলার হাটোর গ্রামের নুরুল ইসলামের ছেলে। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের চকদেউলিয়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- চকদেউলিয়া গ্রামের জয়নালের জমিতে পরিত্যক্ত গভীর নলকুপের বোরিং ছিল। যা ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ছিল। জয়নাল তার বাড়িতে কাজ করছিলেন। কাজের জন্য তার চাচাতো ভাই সেলিম রেজা ও তার বাবা বস্তায় করে বালু নিয়ে পরিত্যক্ত বোরিং ওপর দিয়ে বাড়ি যাচ্ছিলেন।

এ সময় পরিত্যক্ত বোরিংয়ের ওপর পা পড়লে ধ্বসে নিচে পড়ে যান সেলিম। মাথায় থাকা বস্তা তিনিসহ চাপা পড়েন। এসময় সেলিমের বাবা নুরুল তাকে হাত বাড়িয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় হয়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে পাশেই কাজ করা একটি স্ক্যাবিটর নিয়ে এসে গর্ত করে সেলিম রেজার মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর