নিজস্ব প্রতিবেদক :ভারতে পাচারকালে দুইপিচ স্বর্ণের বার সহ মো.আল আমিন(২৫) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি। আজ বরিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে তাকে সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দরের হরিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া চোরাকারবারী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।
তিনি সাপ্তাহিক জাগ্রত জনতাকে জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে একটি টিম হরিশপুর এলাকায় অবস্থান নেয়। ওই সময় সন্দেহজনকভাবে মোঃ আল আমিন গ্রেফতার করা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়,তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ২৭,৪৪,৩০৪/- টাকা।
একই সাথে তার কাছ থেকে ২৫,০০০/- টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং নগদ ৪,০০০/- টাকা সহ সর্বমোট -২৭,৭৩,৩০৪/- (সাতাশ লক্ষ তেয়াত্তর হাজার তিনশ চার) টাকা উদ্ধার করা হয়েছে। এঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।