জুয়েল হাসানঃ ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব ৬ ভাটিয়াপড়া ক্যাম্প।
(শনিবার) ৩.৪৫ মিনিটের সময় গোপালগঞ্জর কাশিয়ানী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের শিবগাতী বাস স্ট্যান্ড এর পাশে গ্রামবাংলা হোটেল রেস্তোরার সামনে বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থাকে ১৫০পিচ ফেন্সিডিল, ২টি বাটন মোবাইল ফোন, এবং নগদ ১২০০/-টাকা উদ্ধার সহ তাদের দুজনকে আটক করা হয়।
র্যাব- ৬ এর অতিরিক্ত পরিচালক রেজাউল হক জানান আটকৃতরা হলেন ১। আপেল মাহমুদ (৩০), ২। শামীম হোসেন (২৪) তাদের উভয়ের বাড়ি যশোর জেলার বেনাপোল উপজেলায়।