জিয়াউল আরেফিন ( জেলা প্রতিনিধি মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলার সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
শুক্রবার, (৬ ডিসেম্বর) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিংগাইর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, খেজুর বাগান ব্রিজের পাশে জ্যাট পেইন্টস কারখানার পিছনে স্থানীয় মোঃ হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো ক্ষেতে সকালে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করেন। লাশের পরনে ছিলো লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জ্যাকেট।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত পরিচয় পাওয়া যাবে।