মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর : টঙ্গী মোহাম্মদ আবদুল মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় হল রুম প্রাঙ্গনে সাজেদা ফাউন্ডেশন এর সুদিন কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াগাও মোহাম্মদ আবদুল মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারীপ্রধান শিক্ষক আজাহার উদ্দিন সভাপতিত্বে ও মামুনুর রশীদের সন্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাহীপুর সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন কর্মকর্তা আরশাদ হোসেন,ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা জসিম উদ্দিন, স্কুল শিক্ষক সবির উদ্দিন, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল,ইউনাইটেট স্কুলের প্রধান শিক্ষক শামীম আহমেদ, সাজেদা ফাউন্ডেশন সুদিন প্রজেক্টের লাভলী হোট অফিসার তানবীর আহমেদ, মিজানুর রহমান, অনামিকা বিশ্বাশ,জয়তুন নাহার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন দেশ ও মানুষের কল্যাণে সাজেদা ফাউন্ডেশন সর্ব সময় কাজ করে থাকেন তারই ধারাবাহিকতায় টঙ্গীতে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা কাজ করেন।
সুদবিহীন ক্ষুদ্রঋণ চিকিৎসা ঔষধ ও বাল্যবিবাহ নিয়ে তারা কাজ করে সুনাম অর্জন করেছেন।
বক্তারা আরো বলেন বাল্য বিবাহ বন্দ করতে সরকারের পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হতে হবে তাহলেই সমাজ থেকে এটা বন্ধ করা সম্ভব হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভারান হাজার মাজার, কো-অপারেটিভ ব্যাংক মাঠ ও মরকুন এলাকার টিম লিডারশীপ নেতৃবৃন্দ।