1. admin@weeklyjagrotojanata.com : admin :
নওগাঁর পত্নী তলায় এক যুবকের ভয়াবহ হত্যা - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নওগাঁর পত্নী তলায় এক যুবকের ভয়াবহ হত্যা

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

রিজওয়ান হোসেন পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ : গতকাল ১৭/১১/২৪ আনুমানিক রাত ১০ টা থেকে ১১ টার সময় ” সুমন “- নামের এক যুবক মেরে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে দূর্বৃত্তরা ।

প্রকাশ থাকে যে, নিহত সুমন নজিপুর বাস স্ট্যান্ডের বড় মসজিদের নীচে মসজিদ মার্কেটের উত্তরের সারিতে ” সুমন কম্পিউটার এ্যান্ড ফটোস্ট্যাট “- এর স্বত্বাধিকারী ।

বিশেষ ভাবে জানা যায় যে, ঐ দিন সুমন বাড়িতে ফেরার সময় তার নিজ গ্রাম অত্র উপজেলার ” নাদৌড়” – এর সন্নিকটে আসামাত্রই সুমনকে দূর্বৃত্তরা ধরে ফেললে সুমন তার মোবাইল ফোনে ” লাইভ ” ফাংশন টি চালু করে দেন ।

গ্রামবাসী গনের সহযোগিতায় তার মরদেহ পোষ্ট মর্টমে প্রেরিত হয়েছে ব’ লে ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা ( ও সি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানিয়েছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর