1. admin@weeklyjagrotojanata.com : admin :
আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়েছে - সাচিংপ্রু জেরী - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়েছে – সাচিংপ্রু জেরী

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি : বান্দরবানে জনসমুদ্র সবাবেশে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী সহ অন্যরা। বিভিন্ন এলাকা থেকে আগত, ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির র‍্যালী ও সমাবেশ। বান্দরবানে বিগত ১৫বছরে এই প্রথম বিএনপির সর্ববৃহৎ মিছিল ও গণসমাবেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ভোট চোর সরকার। এ সরকার মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষকে মামলা, হামলা, খুন ও ঘুম করেছে। শুধু তায় নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলা বিহীন ঝুঁড়ি বানিয়ে রেখেছে। তাই এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশকে নতুন করে ফের স্বাধীন করেছে ছাত্ররা সহ দেশের সাধারণ জনগণ।

উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন ভুইয়া, সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, জেলা ছাত্রদলের দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, মহিলা দলের সিনিয়র সহ সভাপতি উম্মে কুলসুম লিনা।

পৌর যুবদলের আহবায়ক, উপজেলার ৭ টি পৌরসভা ২ টি ও ইউনিয়ন থেকে আগত খন্ড খন্ড মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মীরা বান্দরবান প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর