অসীম রায় বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে অভিযান চালিয়ে চোরাইকৃত ৮৩টি মোবাইল উদ্ধার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন(এপিবিএন)। একই সাথে আর্থিক প্রতারণার মাধ্যমে গ্রাহকদের দুই লাখ সাত হাজার ছয়শত পঁচাশি টাকা হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়।
২৫ শে নভেম্বর সোমবার জেলা সদরের মেঘলায় এপিবিএন কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর করেন ২ এপিবিএন রিয়ার হেডকোয়াটার বান্দরবান এর অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান।
২ এপিবিএন রিয়ার হেডকোয়াটার মেঘলা বান্দরবান এর অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বলেন, বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ও অর্থ উদ্ধার করেছি। মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।অভিযানে বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া ৮৩টি মোবাইল ও বিকাশে ভুলে অন্যের কাছে যাওয়া নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
উপস্থিত ছিলেন,২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) গোবিন্দ চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মইনুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ আল-আমিন, সাইবার অপারেশন শাখার ইনচার্জ মো. পলাশ, ইন্টেলিজেন্ট শাখার নায়েক রাসেল প্রমুখ।