বান্দরবান প্রতিনিধি : সুশিক্ষা গ্রহণে পাহাড়ি জনপদ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন কর্তৃক অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একাদশ শ্রেণীর বই বিতরণ করা হয়েছে।
২৪ শে নভেম্বর রবিবার বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে আবেদনকৃত ১৯ জন শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের বই বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সারোয়ার জাহান তূর্য, ভারপ্রাপ্ত অধিনায়ক বান্দরবান সেনা জোন। এছাড়াও জোনাল স্টাফ অফিসার লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধা উপস্থিত ছিলেন।
বই বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মেজর সারোয়ার জাহান তূর্য বলেন, সেনাবাহিনী সর্বদা দেশের জন্য নিবেদিত এক নাম। পার্বত্য অঞ্চলে সুশৃংখল প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম প্রতিনিয়ত জারি রেখেছে। শিক্ষা দীক্ষায় পাহাড়ে যেন কেউ পিছিয়ে না থাকে এ লক্ষ্যে কাজ করছে বান্দরবান সেনা জোন। আপনাদের মাঝে এই বই বিতরণের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এই যে, আপনারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।
বান্দরবান সেনা জোন বর্তমানে মত ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়ন কার্যক্রম চলমান রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.