1. admin@weeklyjagrotojanata.com : admin :
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, আতঙ্কিত স্থানীয়রা - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার  শুভ উদ্বোধন নওগাঁ শহরে বেশী ভাগ লাম্প পোস্টে বাতি না থাকায় বেড়েছে ছিনতাই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বান্দরবানে গুলিবিদ্ধ হয়ে এক মহিলা গুরুতর আহত সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, আতঙ্কিত স্থানীয়রা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বছরের শুরুতেই মোংলা বন্দরে বিদেশী জাহাজের চাপ গোমস্তাপুরে নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যু একরাতে পাঁচ আসামি গ্রেফতার করলো ধনবাড়ী থানা পুলিশ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, আতঙ্কিত স্থানীয়রা

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা :সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে কেউ হতাহত না হলেও স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

সোমবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরের বিষয়। গুলির ঘটনার সাথে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। গুলি ছোড়ার তীব্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।

এ ঘটনায় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাঁধা দেয় বিএসএফ সদস্যরা । এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। আগামী ২০ জানুয়ারি সার্ভেয়ার নিয়ে দু’পক্ষই বৈঠকে বসবেন বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর