নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০০ কেজি ভেজাল মধু ও ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিবি পুলিশ
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার, ও বিশেষ অভিযান চলাকালে (২৯ নভেম্বর) সকাল ০৬.২৫ ঘটিকায় এসআই(নিঃ) শেখ আহম্মদ কবির, এএসআই(নিঃ) বিএম তৌহিদুজ্জামান, এএসআই(নিঃ) মোল্লা শফিকুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মথুরাপুর সাকিনস্থ পলাতক আসামী আঃ রশিদ গাজী, পিতা- মৃত ইসমাইল গাজীর বসত বাড়ীর ভিতর থেকে ৭০০ কেজি ভেজাল মধু ও ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। শ্যামনগর থানার মামলা নং- ১৭, তারিখ- ২৯/১১/২০২৪ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫-সি একটি নিয়মিত মামলা রুজু হয়।