ইমাম হাসান সোহান,স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগণের ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
২৫ নভেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির ধনবাড়ী প্রান্ত শাখার ২য় তলায়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার ছাত্রজনতা, বিনিময় বাস মালিক এবং শ্রমিক সমিতির সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে বিনিময় বাস সার্ভিস সংস্কার আন্দোলনের সংস্কার বিষয়ক কমিটি ও মনিটরিং সেল এর অন্যতম সদস্য ছাত্র প্রতিনিধি মো: সনেট মিয়া উপস্থিত সাংবাদিকদের বিনিময় বাস সার্ভিস সংস্কার বিষয়ক বিস্তারিত আলোচনা করেন ।
ছাত্র প্রতিনিধি তারেক সিদ্দিক তন্ময় বিনিময় বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগণের ১১ দফা দাবি তুলে ধরেন। তারেক সিদ্দিক তন্ময় জানান ইতোমধ্যে ১১ দফা দাবির সব গুলোই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে বিনিময় বাস মালিক এবং শ্রমিক সমিতির সদস্যরা জানিয়েছেন ।
তিনি ছাত্র ও জনগণের ১১ দফা দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত সমূহ জানান, ১/বিনিময় বাস সার্ভিসের ধরণ হবে গেইটলক , কোন দাঁড়ানো যাত্রী থাকবে না । ২/ প্রতি সার্ভিসের আসন সংখ্যা হবে ৪৬ টি । ৩/ কাউন্টার সমূহ: ধনবাড়ী টু মহাখালী * ধনবাড়ী – মধুপুর – ঘাটাইল -টাঙ্গাইল বাইপাস দক্ষিণ, মহাখালী টু ধনবাড়ী * মহাখালী – বনানী -আবদুল্লাহপুর- ভোগরা বাইপাস (চৌরাস্তা)- চন্দ্রা। ৪/ভাড়া : ধনবাড়ী ও মধুপুর হতে মহাখালী জনপ্রতি ৩০০ টাকা, ঘাটাইল হতে মহাখালী জনপ্রতি ২৫০ টাকা, মহাখালী, বনানী, আবদুল্লাহপুর হতে ধনবাড়ী জনপ্রতি ৩০০ টাকা,ভোগরা বাইপাস (চৌরাস্তা) হতে ধনবাড়ী জনপ্রতি ২৫০ টাকা । ৫/ ডিউটিরত স্টাফদের পরিচয় পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। স্টাফকে অবশ্যই সমিতির তালিকা ভুক্ত হতে হবে। ৬/ যাত্রীদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। কোন স্টাফের বিরুদ্ধে পর পর তিন বার অসদাচরণ প্রমাণিত হলে তাকে এ সার্ভিস থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। ৭/ স্টাফ বেতন প্রতি ট্রিপ ২৫০০ টাকা। ৮/ নির্ধারিত টোকেনের মাধ্যমে যাত্রীদের মালামাল গাড়ীতে সংরক্ষণ করতে হবে। ৯/ গাড়ীর ভিতরে গাড়ীর নাম্বার ও অভিযোগ ফোন নাম্বার রাখতে হবে। ১০/ গন্তব্যের মাঝপথে বিশেষ কারণ ছাড়া ট্রিপ ছেড়ে দিলে সংশ্লিষ্ট গাড়ীর সকল স্টাফ তিন দিনের জন্য সাসপেন্ড থাকবে ।১১/ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মালিক ও শ্রমিক প্রতিনিধি, ছাত্র সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সমন্বয়ে একটি সংস্কার কমিটি থাকবে।এই কমিটি সার্ভিসের মনিটরিং সেল হিসেবেও গণ্য হইবে ।
অতি দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেক গাড়ীতে সিসি ক্যামেরা ও ট্র্যাকার সংযুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে বিনিময় বাস মালিক প্রতিনিধি মো : আতিক হোসেন কাজল জানান,’ ইতিমধ্যে দাবি কৃত ১১ দফা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি । ছাত্র সমাজ এবং জনগণ ইচ্ছে করলে বিনিময় বাস সার্ভিস পুণরায় চালু করতে পারেন ‘। বাস মালিক প্রতিনিধি মো: সাখাওয়াত হোসেন বলেন,’ জনগণ এবং ছাত্রদের দাবির প্রেক্ষিতে ১১ দফা বাস্তবায়ন করতে আমাদের আন্তরিকতা সব সময় ছিল।
এখন সুন্দর সুষ্ঠ ভাবে মনিটরিং এর মাধ্যমে আমরা বিনিময় বাস সার্ভিস পরিচালনা করতে পারবো ‘। সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মো: সনেট জানান,’ আমরা আমাদের এবং জনগণের দাবিকৃত ১১ দফা দাবির বাস্তবায়ন এর আশ্বাস এর প্রেক্ষিতে আগামীকাল ২৬ নভেম্বর মঙ্গলবার থেকে বিনিময় বাস সার্ভিস যথানিয়মে সুন্দর সুষ্ঠ ভাবে মনিটরিং এর মাধ্যমে চলবে ‘।