1. admin@weeklyjagrotojanata.com : admin :
যুবলীগ নেতা সম্রাটের সহযোগী সুনুম টঙ্গীতে গ্রেফতার - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যুবলীগ নেতা সম্রাটের সহযোগী সুনুম টঙ্গীতে গ্রেফতার

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ আলোচিত যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মাহিন জামান সুনুমকে (২৭) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।শনিবার বিকালে স্থানীয় আনারকলি এলাকার এপেক্স এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহিন জামান সুনুম টাঙ্গাইল জেলা সদরের আকুরঠাকুর পাড়া গ্রামের এস এম কামরুজ্জামান ও ফাতেমা জাহান দম্পতির ছেলে। ফাহিম নামেও তার পরিচিতি রয়েছে বলে জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার মিরপুরে ছাত্রদের উপর গুলি চালানোর ফুটেজ দেখে সুনুমকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দিয়ে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে এসে টঙ্গী মধুমিতা এলাকায় বসবাস করছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যুবলীগনেতা সম্রাটের অন্যতম সহযোগী হিসেবে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানাসহ একাধিক থানায় মামলা আছে। মিরপুরে গুলি চালানোর ভিডিও ফুটেজও তাকে পাওয়া গেছে। সুনুমকে গাছা থানা পুলিশে সোপর্দ করা হবে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাসেদ সাংবাদিকদের বলেন, টঙ্গীতে গ্রেফতার যুবলীগ নেতার সহযোগিকে গাছা থানার মামলায় আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর