নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে বাপ্পি সরদার নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে সরদার ট্রাভেলস নামের একটি বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, গতকাল রাতে যাত্রী নামিয়ে দিয়ে বাসটির ড্রাইভার ও সুপারভাইজার বাসায় চলে যান। আজ সকালে পুনরায় তারা ফিরে এসে বাপ্পির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে আনা হয়।
পুলিশ আরও জানিয়েছে, নিহত বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার ইদ্রিস সরদারের ছেলে। তাঁর পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এরইমধ্যে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।