মোঃ মাসুম বিল্লাল,যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার ভবদহে বন্যার্তদের মাঝে প্রথম বারের মতো চালু হচ্ছে ভাসমান টয়লেট।
বন্যায় কবলিত এলাকায় টয়লেট ব্যবস্থা করা হলে ভুক্তভোগীরা জানান উপজেলার দূর্ভোগ ভোগান্তি পোহাতে হবে না আর আমাদের এবং তাৎক্ষণিক ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুরের ইউএনও নিশাত তামান্নার পরিকল্পনায় উপজেলার প্রশাসনের আর্থিক সহায়তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় এই প্রকল্প চালু হচ্ছে।
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ও উজান ভাটিতে যশোর ও খুলনা জেলার মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার প্রায় তিন শতাধিক গ্রামের মানুষেরা পানি বন্দি হয়ে পড়েছে। এতে বসবাসের স্থান, বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন স্থাপনের জন্য অসম্ভব হয়ে দেখা দিয়েছে।
উপজেলার স্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত জানান, ভাসমান টয়লেট ব্যবস্থা করতে ৫টি প্লাস্টিকের ড্রাম,কাঠ ও লোহার ফ্রেমে টিনসহ তৈরী করা হয়েছে। সবমিলিয়ে প্রতি ভাসমান টয়লেট তৈরীতে ৩৫ হাজার টাকা ব্যায় করা হচ্ছে ভাসমান টয়লেট থেকে প্রধান সুবিধা এটি পানির উপর ভাসতে পারবে। এবং এমন ভাবে ড্রাম স্থাপন করা হয়েছে ময়লা ভালো ভাবে পরিষ্কার করতে পারবে পানিতে ময়লা পড়ে পরিবেশ দুষিত করবে না।
মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, জলাবদ্ধতার কারণে স্যানিটেশনে চরম দুর্ভোগে পড়েছেন ভবদহ এলাকার মানুষ। বিশেষ করে মহিলাদের ভোগান্তি বেশি সম্মুখীন হতে হচ্ছে। বিষয় টি মনিরামপুরের ঝাঁপা বাওড়ের ভাসমান সেতুর আদলে ভাসমান টয়লেট তৈরি করা হয়েছে এতে ভবদহে এলাকার মানুষ সন্তোষ জনক বলে জানান।