নিজস্ব প্রতিবেদক যশোর : যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে চাকুসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার।
যশোর জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এবং শহিদুল ইসলাম হাওলাদার, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ডিবি’র তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
অদ্য (৮ নভেম্বর) রাত ০৩.৩০ ঘটিকায় চাঁচড়া চেকপোস্ট এলাকায় এসআই(নিঃ) মফিজুল ইসলাম, এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল আরোহী ৩ জনকে চ্যালেঞ্জ করলে ১ জন দৌড়ে পালিয়ে যায় বাকী ২ জনকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। আসামিদের দেহ তল্লাশীকালে আরোহীর কোমড়ে ১টি বার্মিজ চাকু পাওয়া যায়।
ধৃত আসামীদের পিসি/পিআর ও স্থানীয় তদন্তে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
১। তাসনিম ইসলাম বর্শন(২৩), পিতা- শরিফুল ইসলাম, মাতা-ঝুমুর ইসলাম, সাং-ঝুমঝুমপুর, থানা- কোতয়ালী, জেলা-যশোর,২। নীল ইসলাম প্লাবন(১৯), পিতা- শরিফুল ইসলাম, মাতা-ঝুমুর ইসলাম, সাং-ঝুমঝুমপুর, থানা- কোতয়ালী, জেলা-যশোর,
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি বার্মিজ চাকু।
২। ১টি এপাচি মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করেন।