মোঃ মিন্টু শেখ : মোংলা পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদ ও ৩টি বিয়ার সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে মোংলা থানা পুলিশ। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোংলা পৌর শহরের শামসুর রহমান সড়কের একটি ভাড়া বাসা থেকে মদ ও বিয়ার সহ আব্দুর রহিম (৫৫) কে আটক করা হয়। আটক আব্দুর রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শামসুর রহমান সড়ক এলাকা থেকে ২৯ বোতল বিদেশী মদ ও ৩টি বিয়ার সহ আব্দুর রহিমকে আটক করা হয়। এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।