1. admin@weeklyjagrotojanata.com : admin :
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতা আবু বকর ছিদ্দিকের সাংবাদ সম্মেলন - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত গোপালগঞ্জ বিএনপির অভিভাবক কে? খুলনায় ওজোপাডিকো’র প্রধান কার্যালয়ে দুদকের অভিযান নড়াইলের লোহাগড়ায় ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ খুলনার পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা করেছে যশোরের মনিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মাঝে জি আর চাউল বিতরণ কাশিয়ানীতে চিকিৎসার নামে প্রতারনা জরিমানা ১০ হাজার টাকা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ধনবাড়ী থানা পুলিশ বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করলেন -জোন কমান্ডার মাহমুদুল হাসান নাগরিক সেবা এ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন- অধ্যাপক থানজামা লুসাই

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতা আবু বকর ছিদ্দিকের সাংবাদ সম্মেলন

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে হোতাপাড়া এলাকায় গাজীপুরের সদর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন মাঠে সাংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে এসব অপপ্রচারের প্রতিবাদ জানান। এসময় গাজীপুর জেলা ও সদর উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবু বকর ছিদ্দিক গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

২০১৮ সালে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘ পাঁচ বছর সুনামের সাথে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদেরকে সাথে নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিষদের কাজ পরিচালনা করেছেন। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গাজীপুর জেলা বিএনপি নেতা আবু বকর ছিদ্দিক বলেন, সম্প্রতি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ঘটনার আড়ালে তাঁকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছে।

ওইসব মানহানীকর ভিত্তিহীন সংবাদে তিনিসহ দলের ভারবমূর্তি নষ্ট হচ্ছে। বিগত সময়ে ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমাকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় এমপির সাথে উপস্থিত থাকতে হয়েছে। যা সম্পূর্ণই ইউনিয়ন পরিষদের উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় জনগনের কল্যাণে আমাকে দাপ্তরিক কাজে উপস্থিত থাকতে হয়েছে।

আওয়ামীলীগের মদদপুষ্ট কতিপয় নেতাকর্মীরা আমাকে জড়িয়ে বিএনপির সিনিযর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে মানহানীকর সংবাদ প্রচার করছেন। যা আমাদেরকে দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হযেছে।

ওই সময়ের বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় এমপির সাথে ছবি থাকায় কিছু স্বার্থাণে¦ষী মহল ছবিগুলো ব্যবহার করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে মানহানি করছে। আমি সংবাদ সম্মেলনে ওইসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় স্বার্থাণেষী কিছু নেতাকর্মী আমার সুষ্ঠু ও সামাজিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের দিয়ে আমার তথা দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আমি বিএনপি’র নিবেদিত একজন কর্মী হিসেবে আমাকে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এ ধরনের কোন কাজে আমি জড়িত নই। তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান থাকাকালীন সময় ইউনিয়নের জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য তৎকালীন আওয়ামীলীগ সরকারের স্থানীয় এমপি এবং মন্ত্রীদের দারস্ত হতে হয়েছে। তাদের সাথে সরকারি দাপ্তরিক কাজ করার সময় ক্যামেরার সামনে আসতে হয়েছে।

ওইসব ছবিকে পুঁজি করে কিছু পত্র-পত্রিকায় আমাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করে আওয়ামীলীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। গাজীপুর জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতা কর্মীরা তাদের এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানায়। তাদের অসৎ উদ্দেশ্য কখনোই সফল হতে পারবে না।

তিনি সাংবাদিকদের প্রতি মিথ্যা, বানোয়ারট ও ভিত্তিহীন তথ্য সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহবান জানান এবং সত্যতথ্য ব¯স্তুনীষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর