জিয়াউল আরেফিন (জেলা প্রতিনিধি মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকার এক আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার, (২৫ নভেম্বর) সন্ধ্যায় রংধনু আবাসিক হোটেল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বলেন, গতকাল রবিবার, ( ২৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন করতে ওঠেন তারা। সকাল ৯ টায় রুম পরিষ্কারের জন্য রুমে গেলে রুমের দরজা ভিতর থেকে লাগানো ছিল। এরপর কোন সাড়াশব্দ না পেয়ে বেলা ১২টার পর দরজা খোলে নারীর মরদেহ দেখতে পাই এবং পুলিশকে জানানো হয়।
দম্পতি পরিচয় আসা দুজনের নাম পরিচয় জানতে চাইলে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্ট্রারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন নামে নাম এন্ট্রি করেছেন বলে জানান তিনি।
রেজিস্ট্রারে উল্লেখ করা হয়, রুবেলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও নিকাহনামার ফটোকপি।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, ‘আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি।
সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে। পরবর্তী তদন্তের খবর জানানো হবে’।