অসীম রায় (অশ্বিনী) : মানুষ মানুষের জন্য জিবন জিবনের জন্য।হেবরন পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগস্তদের পাশে এপেক্স ক্লাব অব বান্দরবান।এপেক্স ক্লাব অব বান্দরবান উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের দুর্গম হেবরন পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার মধ্যে কম্বল, চাল, ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
সেবা মাস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের এর উদ্যোগে বান্দরবান ১১ ই ডিসেম্বর বুধবার বিকেলে সদর ইউনিয়নের দুর্গম হেবরন পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, চাল, ও খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে।
এপেক্স বাংলাদেশের মাস ব্যাপি সেবা মাস উপলক্ষে বান্দরবান সদরের হেবরন পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে কম্বল,চাল,ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি নীলাধন তং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর এসভিপি
পাপন বড়ুয়া, পিডিজি-৩ এপে. কামাল পাশা, ২০২৫ সালের বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু, এপেক্সিয়ান গোপিনাথ ত্রিপুরা সুমন, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান।
প্রধান অতিথি বলেন - এই ধরনের মহতি উদ্যোগের জন্য এপেক্স ক্লাব অব বান্দরবান কে ধন্যবাদ জানান। প্রধান অতিথি জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান সমাজের সকল শ্রেনির মানুষের কল্যানে এই ধরনের উদ্যোগ সকল ক্লাবের জন্য একটি দৃষ্টান্ত। সকল ধর্মের সকল গোত্রের তথা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য এপেক্স ক্লাব বান্দরবান ধন্যবাদ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.