দিনাজপুর প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি তানভীর আহাম্মেদ স্থানীয় এক মাদকাসক্ত জহুরুল ইসলাম পিতা:-দবির মুন্সী,৩নং ওয়ার্ড,সেন্টার পাড়া,সুজালপুর ইউনিয়ন,বীরগঞ্জ,দিনাজপুর এর বাসিন্দা কে মাদক খাওয়ার ভিডিও ফুটেজ এবং তাকে সচেতন মূলক কথা বলায় ক্ষিপ্ত হয় মাদকাসক্ত ওই ব্যক্তি।
গত ১২/১০/২০২৪ ইং তারিখ মাদকাসক্ত জহুরুল ইসলাম এর ফেসবুক আইডি থেকে আনুমানিক রাত ১টার সময় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস ছাড়া হয় স্ট্যাটাসে লিখা থাকে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নাকি তার কাছে চাঁদা চেয়েছে। যদিও মাদকাসক্ত জহুরুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি।
এ বিষয়ে থানায় ১২অক্টোবর রাতেই একটি সাধারণ ডায়েরি করার জন্য গেলে নেটওয়ার্ক সমস্যার কারণে সাধারণ ডায়রিটি করা সম্ভব হয়নি। কিন্তু বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক এর জন্য কঠোর ব্যবস্থা নিবে বলে আশ্বস্ত করেছেন।
শুধু এখানেই ক্ষান্ত হন নাই আজ ১৩অক্টোবর সকাল সাতটায় দবির মুন্সিসহ মাদকাসক্ত ছেলে জহুরুল ও বাবু এবং কিছু দুর্বৃত্ত সহ এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি বসতবাড়িতে হামলা চালায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এবার দিয়ে ওই প্রতিবেশী দুইবার হামলা করল এশিয়ান টেলিভিশনের প্রতিনিধির বসতবাড়িতে। এতে করে নষ্ট হয়ে যায় বসতবাড়ির আসবাবপত্র।তাৎক্ষণিকভাবে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান কে বিষয়টি জানালে এসআই জয়নাল স্বর্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ প্রক্রিয়াধিন। ওসি মজিবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি আশ্বাস দেন এর যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হয়ে হেয় প্রতিপন্ন হওয়ায় দুঃখ প্রকাশ করেন। এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি তানভীর আহাম্মেদ তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন।