বিশেষ প্রতিনিধি মাগুরা : জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ২০২৪ শুক্রবার বিকাল ৪ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, নিহত মাগুরার শহীদ ও প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের সম্মাননা, মহাপরিচালককে সম্মাননা, আজীবন সদস্যদের সম্মাননা, নতুন সদস্যদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোঃ মাহাবুবুর আলোম গোরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার বিপিএম মিনা মাহমুদা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আহম্মদ,সদস্যআক্তার হোসেন,জামায়াতে ইসলামীর জেলা আমিরএবিএম বাকির প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ,চার উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, চা থানার ইনচার্জবৃন্দ,সাংবাদিক কর্মকর্তাবৃন্দ,শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দেশের নামি-দামি শিল্পীদের নিয়ে অনুষ্ঠত হয় দর্শক মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ প্রেসক্লাবে এত বড় অনুষ্ঠান ইতিপূর্বে আর কখনো অনুষ্ঠিত হয়নি।