1. admin@weeklyjagrotojanata.com : admin :
মাগুরার শালিখা উপজেলায় ক্লাস না করে ১৩ বছর বেতন তুলেছেন শিশির - জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

মাগুরার শালিখা উপজেলায় ক্লাস না করে ১৩ বছর বেতন তুলেছেন শিশির

জাগ্রত জনতা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

অনুসন্ধান এর প্রথম পর্ব

শিক্ষক শিশির মাগুরা-২ আসনের সাবেক এমপি ড. বীরেন শিকদারের এপিএস হিসেবে পরিচত মাগুরার শালিখা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করিয়ে গত ১৩ বছর ধরে বেতন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম শিশির সরকার। তিনি উপজেলার অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি)।

অভিযুক্ত শিশির মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী (এপিএস) বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

এদিকে, বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছে শিক্ষা অফিস। অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর