নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে আমদানি করা ৫৯৩ টন কাঁচা মরিচের চালান বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার আসা এসব কাঁচা মরিচ বন্দর থেকে খালাস করে দেশের বিভিন্ন বাজারে পাঠিয়েছে আমদানিকারকরা।
আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেছে। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা এবং শুল্ক ৩৬ টাকা। শুল্ক করাদি পরিশোধ করে মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে।
বন্যায় উৎপাদন হ্রাস ও দুর্গাপূজার ছুটিতে মরিচ আমদানি বন্ধের কারণে দেশে কাঁচামরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। বেনাপোলের স্থানীয় বাজারগুলোয় দুদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩শ থেকে ৫শ টাকা দরে। ৫ দিন বন্ধ থাকার পর গতকাল বেনাপোল পেট্টাপোল বন্দর খুলেছে। একইসঙ্গে আসতে শুরু করে মরিচবোঝাই ট্রাক। দুই দিনেই ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচামরিচ। এই আমদানির খবরে এবার দাম কমার আশা করা হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, ‘ভারত থেকে আমদানি করা ৫৯৩ টন কাঁচা মরিচ সোমবার ও আজ দুই দিনে বেনাপোল বন্দরে এসেছে। গতকাল ৫০টি ট্রাকে ৫৮২ টন কাঁচা মরিচ এসেছে। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এসেছে ৩টি ভারতীয় গাড়িতে ১১ টন কাঁচা মরিচ।’
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.