মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলাপ্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জোর করে এক গরীব অসহায় কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে, জানা যায় ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন এর মন্ডলপাড়া গ্রামের, দীপেন চন্দ্র রায় এর ৫৭ শতাংশ জমি জোর করে দখল করে রেখেছে দিনেশ চন্দ্র রায়। এ বিষয়ে ভুক্তভোগী দীপেন চন্দ্র রায় জানায় ৫২৯০ দাগের ৫৭ শতাংশ জমি বাপ দাদার পৈতৃক সম্পত্তি হওয়ার সত্ত্বেও,ক্ষমতার জোরে জবরদখল করে রেখেছে দীনেশ চন্দ্র রায়।
ভুক্তভোগী দীপেন চন্দ্র রায় জানায় জমিতে চাষাবাদ করতে গেলে বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং জমিতে গাছের চারা রোপন করলে দিনেশ চন্দ্র রায় ও তার দুই ছেলে নিখিল চন্দ্র রায়,অনিল চন্দ্র রায়, এসে গাছের চারা ভেঙ্গে দিয়ে ১০ হাজার টাকা ক্ষতি সাধন করেছেন বলে দাবি করেন জমির মালিক দীপেন চন্দ্র রায়।
এ বিষয়ে দীনেশ চন্দ্র রায় এর দুইছেলে নিখিল চন্দ্র রায় ও অনিল চন্দ্র রায় এর কাছে জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কাগজ দেখাতে অনিচ্ছুক অনীহা প্রকাশ করেন তারা,পরে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দীপেন চন্দ্র রায়। এবং বিষয়টি আইনের মাধ্যমে সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানান তিনি।