বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: এক সাথে চলব, সুন্দর সমাজ গড়বো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ পরিবারের আয়োজনে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা শাখার উপদেষ্টা এবং শ্যামল বাংলা স্কুলের পরিচালক জাকিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা উত্তর কর্মপরিষদের সদস্য প্রভাষক মাওলানা খোদা বখস, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা মাইজার আলম, সংগঠনের কাহারোল উপজেলা শাখার উপদেষ্টা জয়নাল সরকার ও মেহেদী হাসান সুমন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা, বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া আঁখি,ঝারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম সহ আরো অনেকে ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত উল্লাহ সিয়াম, পরিচালক ওমর ফারুক, সাধারণ সম্পাদক নুরনবী সহ আরো অনেকে।
আলোচনা শেষে বিভিন্ন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।