বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : ‘‘প্রচেষ্টার অঙ্গিকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে প্রচেষ্টা দিবস উদযাপন কমিটির আয়োজনে, প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আর্তমানবাতায় সাফল্য অগ্রযাত্রা সেবায় ৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রচেষ্টা দিবস, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় বীরগঞ্জের এমবিবিএস ডাক্তার শাহ্ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি‘র বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা খোদা বখ্স , পূর্বমল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার সাদাদ বুলবুল, বীরগঞ্জ উপজেলার যুব দলের আহবায়ক আসাদুল ইসলাম দুলাল, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সাবেক উপদেষ্টা সোহেল আহমেদ, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন, পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য শরিফুল ইসলাম শরিফ সহ আরো অনেকে ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের পরিচালক হোসেন আলী, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ইফতি, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক সাকিব রহমান, ঠাকুুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লাদেন ।
আলোচনা শেষে রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক রক্তযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: গোলাম কিবরিয়া / বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ধীরেন্দ্র প্লাজা (৫ তলা), কলেজ গেইট, টঙ্গী, গাজীপুর। মোবাইলঃ 01785465360
Copyright © 2024 জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা. All rights reserved.