মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নে,কিছু গরীব অসহায় কৃষকের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জমির মালিক নজরুল ইসলাম,জমির মালিক মো:নজরুল ইসলাম জানায় তারা ৩ জন ও সাথী কলেজ স্টোর এর উত্তরাধিকারীরা সহ একই সাথে দুই একর ৩২ শতক জমি প্রাক্তন মালিক শরিফা বেগম নামে এক মহিলার কাছে ক্রয় করেন,পড়ে তারা ওই জমিতে এক বছর যাবত চাষাবাদ করছেন বলে দাবি তার।
শনিবার সকালে ওই জমির ধান ক্ষেতে আগাছা সাপ প্রয়োজনীয় স্যার ও কীটনাশক প্রয়োগকালে কাজের লোককে বাধা দেন নোমান চৌধুরী ও তার ছোট ভাই সোহেল চৌধুরী এবং কাজের লোককে প্রাণ নাশের হুমকি সহ জমির মালিকানা দাবি করেন, পরে ঘটনাস্থলে খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গিয়ে সোহেল চৌধুরীর সাথে কথা বলে জমির মালিকানা প্রয়োজনীয় কাগজ দেখতে চাইলে কাগজ দেখাতে অনিচ্ছুক উনিহা প্রকাশ করেন,পরে আশেপাশে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নোমান চৌধুরী ও সোহেল চৌধুরী জোরপূর্বক বিভিন্ন সময় বিভিন্ন রকম দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি সহ মুসল্লিদের গোরস্থান জোর করে দখল করার চেষ্টা করেন, বিষয়টি নিশ্চিত করছেন ভুক্তভোগী এক স্কুল শিক্ষক
এ বিষয়ে জমির মালিক মো: নুর আলম,মো নজরুল ইসলাম,মো রফিকুল ইসলাম ও সাথী কলেজ স্টোর এর উত্তরাধিকারীরা বিষয়টি আইনের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান।